ঢাকা বোর্ডের সেরা ২০-এর তিনটি ময়মনসিংহে
এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে সেরা ২০-এর তালিকায় ময়মনসিংহ জিলা স্কুল অষ্টম স্থান অর্জন করেছে। দশম স্থানে রয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।
আজ শনিবার দুপুরে ফলাফল প্রকাশের পর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে। দারুণ খুশি শিক্ষক ও অভিভাবকরাও।
ময়মনসিংহ জিলা স্কুল থেকে এবার ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ২৭৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪৯ জন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ ছাড়া জেলার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বোর্ডে ১৬তম হয়েছে। এখানে ২৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩২ জন।