বান্দরবানে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ৫
বান্দরবানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে বান্দরবান বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে বালাঘাটা বাজারে খাবার বিতরণ করতে যান বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর সমর্থক নেতাকর্মীরা। এ সময় জেরীকে জুতা দেখান পৌর মেয়র ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজার সমর্থক নেতাকর্মীরা।
পরে বালাঘাটা থেকে ফেরার পথে শহরের পৌর শপিং কমপ্লেক্সের সামনে জেরীর সমর্থকদের ওপর হামলা চালায় মেয়র রেজার সমর্থকরা। খবর পেয়ে জেরীর সমর্থক নেতাকর্মীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায়।
এ সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়লে পাঁচ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে শ্রমিক দল নেতা আবুল কালাম এবং ছাত্রদল নেতা হাবিবুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে জেরীর সমর্থক নেতাকর্মীরা বাজারের চৌধুরী মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মহোতুল হোসেন যত্ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নেজাম চৌধুরী প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপি নেতা সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ জাবেদ রেজা একে অপরকে দোষারোপ করেন।