ঘরে আগুন দিয়ে দম্পতিকে হত্যার চেষ্টা
মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি গ্রামে বসতঘরে আগুন দিয়ে এক দম্পতিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ওই দম্পতি হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবদুল গফুর খান (৭০) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (৬০)। আগুনে তাঁদের ঘরসহ মোটরসাইকেল ও মালপত্র পুড়ে গেছে। তবে প্রাণে রক্ষা পেয়েছেন দুজন।
গফুরের মেয়ে ও স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুনমুন নাসরিন সিদ্দিকী জানান, তাঁদের এক ভাই ও চার বোন। পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে মা ও সাদ্দাম নামের দ্বিতীয় শ্রেণিপড়ুয়া এক আত্মীয়কে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন তাঁর বাবা। প্রতিদিনের মতো গত রাতেও তাঁর মা-বাবা চৌচালা টিনের ঘরে ও সাদ্দাম ওই ঘরটির বারান্দার কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুর্বৃত্তরা ঘরের বারান্দার স্টিলের গেটে তালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। এ সময় তাঁর বাবা জেগে উঠে চিৎকার করলে ওই ছেলেটি শাবল দিয়ে তালা ভেঙে ফেলে। এর পর সবাই ঘর থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। ততক্ষণে স্থানীয়রা গিয়ে আগুন নেভান।
মুনমুন আরো জানান, দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে ঘটনাস্থলে কেরোসিন, ছন ও খড় ফেলে বাড়ির পশ্চিম পাশ দিয়ে চলে যায়।
জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই দম্পতির পরিবারের কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।