কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, আহত ৬
কুষ্টিয়ায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান জানান, হালসা রেলস্টেশনের কাছে একটি সুইচ কেবিনের কাজ চলছিল। বিকেল পৌনে ৫টায় রেললাইনের ওপর দাঁড়ানো একটি ট্রাক থেকে সেখানে বালু নামানো হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে খুলনা অভিমুখী আন্তনগর কপোতাক্ষ ট্রেন পাশের আরেকটি লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় বালুর ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের ছয়যাত্রী আহত হন। আহতদের দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এ ঘটনায় ট্রেনের একটি বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ওই বগিটি রেখে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ট্রেনটি খুলনার উদ্দেশে যাত্রা করেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।