ময়মনসিংহে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি
ময়মনসিংহ শহরের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে স্কুলে উপস্থিতি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহাব উদ্দীন। এ সময় স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো. শাহাব উদ্দীন বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে শ্রেণিকক্ষে আলাদা করে রোলকলের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতি অতিদ্রুত সময়ে নিরূপণ করা যাবে। প্রয়োজনে খুদে বার্তার মাধ্যমে অভিভাবকদের তা জানিয়ে দেওয়া যাবে।
এরই মধ্যে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট সচল রয়েছে। শিক্ষার্থীদের যাবতীয় তথ্য রয়েছে প্রতিষ্ঠানটির কাছে। পরীক্ষার ফল, পরীক্ষার প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট, বেতন সংগ্রহসহ সব কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
২০১৫ সালে প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগে সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।