ফুলবাড়ীয়ায় ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১টায় উপজেলার কুশমাইল পূর্বটেকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, শিক্ষক শামস উদ্দিন খান, মুখলেছুর রহমান ও ছাইফুল ইসলাম, এলাকাবাসী জাকির হোসেন, সেলিম খান, হুমায়ুন কবীর, অভিভাবক আশরাফুল আলম, হাবিবুর রহমান প্রমুখ।
গত ২১ মে বিকেলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) মনির হোসেন নামের একজন ধর্ষণ করে। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা ফুলবাড়ীয়ায় থানায় মনিরকে আসামি করে মামলা করেন। কিন্তু এখনো মনিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।