বিএফআরআই কর্মকর্তাদের পেটাল ছাত্রলীগ, মামলা
ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পাঁচ কর্মকর্তাকে পেটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। তাঁদের সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
তাঁদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের সহসভাপতি আবদুল ওয়াহাব রিন্টু (খাদ্য প্রকৌশল বিভাগ) ও মনিরুল ইসলাম পলাশ (খাদ্য প্রকৌশল) এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় বর্মণ (কৃষি প্রকৌশল)। গতকাল সোমবার রাতে তাঁদের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী বিএফআরআই ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আকতার হোসেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, এদিন বিকেলে বিএফআরআই মুক্তাচাষ প্রকল্পের পরিচালকের কার্যালয়ে পরিচালক হারুনুর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ আলী, নির্বাহী প্রকৌশলী রাজীবুল করিম, উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও কর্মকর্তা নাজনীন বেগমকে বেধড়ক মারধর করেন আসামিরা।
মুক্তাচাষ প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ জানান, সোমবার দুপুরে ওয়াহাব রিন্টুর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিএফআরআই সদর দপ্তরে তাঁর কার্যালয়ে যান। রিন্টু তাঁকে উদ্দেশ করে বলেন, ‘মুক্তাচাষ প্রকল্পের কাজ চলছে, আমরা তো কিছুই পেলাম না।’ তখন প্রকল্প পরিচালক বলেন, ‘এখনো টেন্ডার হয়নি, কাজ শুরু হবে কীভাবে?’ এর পরও রিন্টু বলেন, ‘আমরা দেখেছি কাজ হচ্ছে।’ এ নিয়ে বাকবিতণ্ডা চলতে থাকলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁকে দেখে নেবেন বলে হুমকি দিয়ে অফিস ত্যাগ করেন।
হারুনুর রশিদ আরো জানান, বেলা পৌনে ৩টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ওয়াহাব রিন্টু ও বিজয়ের নেতৃত্বে পাঁচ/সাতটি মোটরসাইকেলে ১৫-২০ নেতাকর্মী আবার প্রকল্প পরিচালকের কার্যালয়ে আসেন এবং তাঁকে পেটাতে শুরু করেন। তাঁর চিৎকার শুনে সহকর্মীরা বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও পেটানো হয়। এ সময় বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ আলী, নির্বাহী প্রকৌশলী রাজীবুল করিম, উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কর্মকর্তা নাজনীন বেগমসহ আনসারদের ওপর হামলা চালানো হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। প্রকল্প পরিচালক হারুনুর রশিদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ আলী সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিএফআরআইয়ের মহাপরিচালক ঢাকায় রয়েছেন। তিনি এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছুদিন আগে উপপরিচালক জুলফিকার আলীর ওপর ছাত্রলীগ নেতা রিন্টুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ওয়াহাব রিন্টু সাংবাদিকদের জানান, তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। সেখানে কী হয়েছে, তা তিনি জেনে পরে সাংবাদিকদের জানাবেন।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তাঁকে জানানো হয়েছে, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মুক্তাচাষ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ কয়েকজন কর্মকর্তাকে বেধড়ক পিটিয়েছেন।