কুষ্টিয়ায় বোরো চাল সংগ্রহ অভিযান শুরু
চলতি বোরো মৌসুমে কুষ্টিয়ায় শুরু হয়েছে চাল সংগ্রহ অভিযান। আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার রাজারহাট খাদ্য গুদামে ফিতা কেটে এ অভিযানের উদ্বোধন করেন চাল ক্রয় কমিটির সভাপতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এ অভিযানের আওতায় এবার কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলার চালকলমালিকদের কাছ থেকে প্রায় ২৩ হাজার মেট্রিক টন বোরো চাল কেনা হবে। তবে চালের মানের ব্যাপারে আপস না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার কুন্ডু, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনেওয়াজসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, চালকলমালিকরা উপস্থিত ছিলেন।