সাংবাদিকদের সাথে নিয়ে কুমিল্লায় অপরাধ দমনের প্রত্যয়
সাংবাদিকদের সঙ্গে নিয়ে কুমিল্লার অপরাধ দমনে কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশ যে উদ্দেশ্য নিয়ে কাজ করে সাংবাদিকদের উদ্দেশ্য ও লক্ষ্য একই। পুলিশ সাংবাদিক একে অপরের সহযোগী।’
এ সময় সীমান্তবর্তী জেলা কুমিল্লায় যত সহজেই মাদক প্রবেশ করুক না কেন তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন নবনিযুক্ত পুলিশ সুপার।
মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী এবং কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।