সিরাজদিখানে বজ্রপাতে ট্রলারের মাঝি নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে বজ্রপাতে মো. সামসুল (৪৩) নামের এক ট্রলারের মাঝি নিহত হয়েছেন। তিনি সিরাজদিখান উপজেলার সিরাজদিখান গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানায়, আজ বিকেল সাড়ে ৫টায় ট্রলার চালানো অবস্থায় সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের তালতলা বাজার বরাবর ইছামতি নদীতে বজ্রপাতে নিহত হন সামসুল। তাঁর সঙ্গে থাকা লোকজন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজল বলেন, বিকেলে প্রচুর বজ্রপাত হয়েছে। থানার পুলিশ সদস্যরা লাশটি দেখে এসেছেন। তিনি বজ্রপাতেই নিহত হয়েছেন।