চান্দিনায় বাসে পেট্রলবোমা হামলার তদন্ত শুরু
কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাসে পেট্রলবোমা হামলার ঘটনাস্থল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র পরিদর্শন ও আশপাশ এলাকার বিভিন্ন শ্রেণির লোকদের কথা বলেন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান। পরে ক্ষতিগ্রস্ত বাসও দেখেন তাঁরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, দেবিদ্বারের ইউএনও সাইফুল ইসলাম। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় সাতজন দগ্ধ হন। এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাই জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।