কুষ্টিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বটতৈল ইউনিয়নের দোস্তপাড়ার ক্যানেলপাড়ায় আজ শুক্রবার সকালে পারভীন আক্তারের (৩০) লাশ উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে তাঁকে তাঁর স্বামী আবদুস সালাম পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে পরিবার অভিযোগ করেছে।
এ ঘটনার পর থেকে সালাম পলাতক রয়েছেন। নিহতের বাবা আবদুল খালেদ বাদী হয়ে কুষ্টিয়া থানায় মামলা করেছেন।
খালেদ বলেন, ‘সালাম কোনো কাজ করত না। যৌতুকের দাবিতে প্রায়ই সে পারভীনকে মারধর করত। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে সে আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।’
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আবদুস সালাম তাঁর স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাইরে থেকে ঘরে তালা দেওয়া দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙে পারভীনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের দেহে আঘাতের চিহ্ণ দেখা গেছে। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে সালাম তাঁর স্ত্রী পারভীনকে পিটিয়ে ও কাপড় দিয়ে মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।