কুষ্টিয়ায় যুবক আটক, অস্ত্র উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছে সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গবরা গ্রামে জহিরুদ্দিনের বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। আটক শামীমুজ্জামান ওরফে মাবুদ (২৬) জহিরুদ্দিনের ছেলে।
কুষ্টিয়া র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব দাবি করেন, শামীম অস্ত্র ব্যবসার পাশাপাশি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত। কুমারখালী থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।