নকল সিগারেটের আসল কারখানা
পাবনা কাস্টমস বিভাগ ও ঈশ্বরদী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নানা ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মেশিন জব্দসহ আটজনকে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদী থানার পুলিশ ও কাস্টমস বিভাগ ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামে যৌথভাবে অভিযান চালায়। এ সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন, গোল্ডলিফসহ কয়েকটি ব্র্যান্ডের সিগারেট তৈরির মেশিন ও বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেট ও মেশিনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫২ লাখ টাকা। এ সময় ওই কারখানা থেকে আটজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া হাউজিং সি ব্লকের রফিকুল ইসলাম লাবলু, কুষ্টিয়ার মঙ্গলবারী এলাকার সঞ্জয় খান, মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার রকিবুল ইসলাম, ভেড়ামারার সাহেবনগর এলাকার সোহেল, রংপুর সদর উপজেলার বাহার বাছনা এলাকার শামিম, কাউনিয়া উপজেলার ভগিড়ায় মাহেরী এলাকার বরকত আলী, পাবনা সাধুপাড়ার পিন্টু ও ঈশ্বরদী পূর্ব টেংরী এলাকার আলম।
ঈশ্বরদীর ওসি আরো জানান, দিয়ার বাঘইল গ্রামে ভাদুর গুদাম ভাড়া নিয়ে স্টার, বেনসন, মিশন ওয়ান, গোল্ডলিফ, শেখসহ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্র্যান্ড নকল করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সিগারেট বানানোর ফিল্টার, রড, কাটিং তামাক, সিগারেট তৈরির মেশিনসহ আট ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অনুসন্ধান কর্মকর্তা আশরাফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।