পাবনায় প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতাসহ আহত ৩
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা হাটের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক নেতা ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে আতাইকুলা থানার ৫০ গজ দূরে জেলা সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল বাতেন মাস্টার, তাঁর দুই ছেলে মানিক ও হীরণ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন পাবনার আতাইকুলা হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোরবান আলীর অধীনে ইজারা ছিল। কিন্তু এবার সরকারিভাবে হাটের ইজারা পান ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বিপু। হাটের মালিকানা হাতছাড়া হওয়ার পর থেকেই মরিয়া হয়ে ওঠে কোরবান চেয়ারম্যান ও তাঁর লোকজন। হাটের আধিপত্য নিয়ে কোরবান আলীর পক্ষের সঙ্গে আমিরুল ইসলাম বিপুর বিরোধ চলছিল।
এরই জের ধরে আজ শনিবার সকাল ১০টার দিকে কোরবান চেয়ারম্যানের লোকজন আতাইকুলা থানার ৫০ গজ দূরে জেলা সুপার মার্কেটের সামনে আমিরুল মাস্টার ও তাঁর দুই ছেলে মানিক ও হীরণকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁদের পাবনায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোরবান আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।