ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা আটক
১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোঠা ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার পাঁচ সদস্যের একটি দল আজ সোমবার দুপুরে ফাঁদ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে বলে দাবি করেছে।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূইয়া। তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক সৈয়দ মো. শহীদুল্লাহ।
সৈয়দ মো. শহীদুল্লাহ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ফাঁদ অভিযান চালিয়ে নাঙ্গলকোটের আশারকোঠা ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিনকে ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে নাঙ্গলকোট থানা পুলিশে সোপর্দ করা হয়।
নাঙ্গলকোট থানা এলাকার বাসিন্দা মাসুদুর রহমান জানান, আশারকোঠা ভূমি কার্যালয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভূমি কর্মকর্তারা ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তারা ভূমি ব্যবস্থাপনাকে আরো জটিল করে তুলছেন।