চান্দিনায় মাদক ব্যবসায়ী আটক
চান্দিনায় ফেনসিডিল ও বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)। পুলিশ তাঁর কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল ও দুই বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করে। আলমগীর হোসেন চান্দিনা উপজেলার মেহার গ্রামের তৈয়ব আলীর ছেলে।
আজ রোববার বিকেলে চান্দিনা থানার সহকারী পরিদর্শক নূরুল ইসলাম এবং উপসহকারী পরিদর্শক প্রবীর কুমার রায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনার বদরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আলমগীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রসুল আহমদ নিজামী জানান, চান্দিনা থেকে মাদক নির্মূলে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।