বোমা হামলার মামলায় দাউদকান্দির বিএনপি নেতা জেল-হাজতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার রায়পুরে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের মামলার আসামি দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. আবুল হাশেমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম দাউদকান্দি ৩ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে হাজি মো. আবুল হাশেমকে জেল- হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে এনটিভি অনলাইনকে জানান দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া।
গত ২৮ জানুয়ারির এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।