চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত চার
চাঁপাইনবাবগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ীতে একটি ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ কয়লাবাড়ী এলাকা থেকে একটি যাত্রীবাহী ভটভটি কানসাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি খালি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভটভটির চালক মোজাম্মেল হক।
গুরুতর আহত ভটভটির যাত্রী শিবগঞ্জের নামোচকপাড়ার বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
এ ঘটনায় আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।