কুষ্টিয়ায় ৪৭ বিজিবির সমাপনী কুচকাওয়াজ
কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে এ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিবি যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আবুল কালাম আজাদ, বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুল কালাম আজাদ, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন ৪৭ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. মেহেদী হাসান। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সেরা নবীন সৈনিকদের সম্মাননা ক্রেস্ট দেন প্রধান অতিথি বিজিবির অতিরিক্ত মহাপরিচালক।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১৬ জন নতুন বিজিবি সদস্য শপথ গ্রহণের মাধ্যমে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হলেন। বিজিবির কুষ্টিয়া সেক্টরের ব্যবস্থাপনায় গত ১১ জানুয়ারি হতে ৮৬তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু করা হয়।