চান্দিনায় বাসে পেট্রলবোমা, জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনায় ৩ জুন দিবাগত রাতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার এজাহারভুক্ত আসামি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হলো।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে মোশারফকে আটক করেন চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন।
মোশারফ হোসেনের বাড়ি চান্দিনা উপজেলার রানীচড়া গ্রামে। তিনি রানীচড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ।
এর আগে ৫ জুন জামায়াতে ইসলামীর সূরা সদস্য মোস্তফা কামালকে (৪৫) তাঁর নিজ বাড়ি চান্দিনার করতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেটসংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় সাতজন আহত হন। এ ঘটনায় চান্দিনা পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করে। ওই ঘটনায় ৩ ও ৪ জুন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জামায়াতের চান্দিনা উপজেলার আমির মাওলানা আবুল বাসার (৬০), দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মহিব উল্লাহ (৫২), তাঁর ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের ফারুক হোসেন (২৫) ও জামিরাপাড়ার নয়ন (৩৫) এবং নোয়াখালীর সুধারাম উপজেলার রাজ্জাক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে।