ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
নেত্রকোনার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক এই দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া যুবক ফাহিম (২২) মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, কয়েকদিন ধরে ফাহিম মোহনগঞ্জ ডিগ্রি কলেজের রাস্তায় একজন ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। অভিযোগের পর আজ মঙ্গলবার দুপুরে ফাহিমকে কলেজ রোড এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ইউএনওর কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হকের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত ফাহিমকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে ফাহিমকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।