দেশে ফিরেই বিমানবন্দরে বিএনপি নেতা আটক
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও মুক্তাগাছা থানা বিএনপির সভাপতি শিল্পপতি জাকির হোসেন বাবলুকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে বিদেশ থেকে দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে অভিবাসন পুলিশ।
জাকির হোসেন বাবলুর বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পেট্রলবোমা মেরে বাস ও মুরগির বাচ্চা পোড়ানোসহ বেশ কিছু মামলা রয়েছে বলে জানান মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী বলেন, ‘বাবলুকে অভিবাসন পুলিশ আটক করেছে। তাঁকে আমাদের কাছে হস্তান্তর করার পর ময়মনসিংহে আনা হবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনও জাকির হোসেনকে আটকের খবর নিশ্চিত করেছেন।