নেত্রকোনায় সাংস্কৃতিক দলের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ
নেত্রকোনায় চারটি সাংস্কৃতিক দলের মধ্যে বিনামূল্যে বাদ্যযন্ত্র ও পোশাক বিতরণ করা হয়েছে। সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল বুধবার ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এসব বাদ্যযন্ত্র ও পোশাক বিতরণ করা হয়। হেল্প এইজ ইন্টারন্যাশনালের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক প্রবীণদের অধিকার সুরক্ষার জন্য এ উদ্যোগ নেয়।
মুক্তিযোদ্ধা মো. জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবদুর রহিম, বারসিক জেলা সমন্বয়কারী মো. ইছাক উদ্দিন, প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনীন্দ্র সেন, বাচ্চু সরকার, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সচিব আলমগীর হোসেন প্রমুখ।
সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বলেন, প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নির্বাচিত চারটি সাংস্কৃতিক দলকে তিনদিনের বুনিয়াদি সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সভা শেষে নজরুল জারি দল, সবুজ বাউল দল, বিভা রানী কবি দল ও আদি নাট্যগোষ্ঠীর সদস্যদের হাতে হারমোনিয়াম, ঢোল, জিপসি, মন্দিরা, নূপুর, বেহালা, কঙ্গো, কি-বোর্ড, তবলা ও পোশাক তুলে দেওয়া হয়।