বিমানবন্দর থেকে গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
বাসে পেট্রলবোমা হামলার মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও মুক্তাগাছা থানা বিএনপির সভাপতি শিল্পপতি জাকির হোসেন বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিএনপি নেতাকে ময়মনসিংহ ২ নম্বর অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কার্যালয়ে হাজির করেন। জবানবন্দি শেষে পরে বিচারক মেহনাজ সিদ্দিকী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল আজিজ টুটুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তাগাছা বাসস্ট্যান্ডে পেট্রলবোমা হামলায় যাত্রীবাহী বাস ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি মুরগির বাচ্চা বহনকারী একটি পিকআপে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।
এসআই মনিরুজ্জামান জানান, মামলার আসামি মুক্তাগাছা থানা ছাত্রদলের সভাপতি কাজী রিপন ও আল-আমীন গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার পর থেকেই দেশের বাইরে ছিলেন রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ‘ক্লাসিক গ্রুপের’ চেয়ারম্যান ও মুক্তাগাছা উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু।
গতকাল বুধবার সকালে দেশে ফিরে এলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশ তাঁকে আটক করে। পরে বিকেলে জাকির হোসেন বাবলুকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত ১০টায় তাঁকে ময়মনসিংহে আনা হয়।