জনগণ তাঁকে উন্মাদ ছাড়া কিছুই ভাবে না : হানিফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহসহ তাঁর দলের নেতাকর্মীরা প্রচণ্ড হতাশ হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি দাবি করেন, জনগণ হান্নান শাহকে উন্মাদ ছাড়া কিছুই ভাবে না।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেন।
গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত এক অনুষ্ঠানে হান্নান শাহ বলেছিলেন, বিশ্বচোর আর বিশ্ববেহায়া মিলে বর্তমানে দেশ চালাচ্ছে। বিরোধীদের ওপর নির্যাতন করছে।
ওই মন্তব্যের ব্যাপারে আজ মাহবুব-উল-আলম হানিফের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ব্রিগেডিয়ার হান্নান শাহ যদি বলে থাকেন বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে বিশ্ববেহায়া, বিশ্বচোর; এটা গণ্ডমূর্খ বা উন্মাদ ছাড়া কেউ এ ধরনের কথা বলতে পারে না। কারণ আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে অর্থনৈতিক উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে এটা শুধু দেশের মানুষ বলছে না, আজকে সারা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদ এবং বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রপ্রধানরাও স্বীকার করেছেন যে এই বাংলাদেশ, স্বাধীনতার পরে এই প্রথম একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। সকল ক্ষেত্রে যেখানে দেশ এগিয়ে যাচ্ছে, সেই সময় এই হান্নান শাহদের মতো লোক যারা এর আগে রাষ্ট্রক্ষমতায় ছিল, যার নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল, যে সময় এই বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হিসেবে আন্তর্জাতিক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত হয়েছিল, এই ধরনের ব্যর্থ ও দুর্নীতিবাজ নেত্রীর, তাঁর দলের সদস্য এই ধরনের কথাবার্তা বলেন, তখন জনগণ তাঁকে উন্মাদ ছাড়া আর কিছুই ভাবে না। কোনো সুস্থ মনের মানুষের পক্ষে এই ধরনের মিথ্যাচার করা বা এই ধরনের কথা বলা সম্ভব নয়।’
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমি মনে করি বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের নেত্রীর বারবার ভুল সিদ্ধান্ত, বারবার ভুল রাজনীতি এবং দুর্নীতিগ্রস্ত একটি দলের নেত্রী হিসেবে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড হতাশা বিরাজ করছে। এই হতাশা থেকেই তাঁরা এখন এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছেন।’
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আওয়ামী লীগের সঙ্গে সে দেশের রাজনৈতিক দল কংগ্রেসের সম্পর্কের অবনতি হয়েছে, ড. এমাজউদ্দীনের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যথেষ্ট অভিজ্ঞ দল। আওয়ামী লীগ জানে যে বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক কীভাবে উন্নতি করতে হয়, কীভাবে রাখতে হয়। এ দেশের স্বার্থ সমুন্নত রেখেই তাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক স্থাপনে আওয়ামী লীগ সব সময় অগ্রগামী ছিল, এখনো আছে। আর আওয়ামী লীগের সঙ্গে কোন দলের সম্পর্কের অবনতি ঘটছে তা নিয়ে বিএনপির ভাবনার কারণ নেই।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।