হুমকির মুখে কুমিল্লায় ভোট বর্জন দুই প্রার্থীর
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সরকারি দলের বিরুদ্ধে লাগাতার হুমকির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী। এদের মধ্যে একজন বিএনপি সমর্থিত, অপরজন স্বতন্ত্র।
আজ শুক্রবার সকালে ভোটগ্রহণের দুদিন আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বয়কটের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সবুজ। আগামী রোববার (১৪ জুন) দৌলখাড় ইউপি নির্বাচন।
সংবাদ সম্মেলনে দুই প্রার্থী ইউপি উপনির্বাচনে প্রচারের শুরু থেকেই সরকারদলীয় প্রার্থী ও তাঁর সমর্থকরা হামলা ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন। এ নির্বাচনে কারচুপি ও অনিয়মের আশঙ্কা করে তাঁরা জানান, এসব কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলেনে আরো বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন, দৌলখাড় ইউনিয়নের ২০-দলীয় জোটের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আবদুল মতিন।
দৌলখাড় ইউপির চেয়ারম্যান আবুল খায়ের মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।