গোবিন্দগঞ্জে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনতাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ম্যানেজার ও কর্মচারীসহ সিরামিক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনেয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে থানা সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহরের গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী ‘বাণিজ্যালয়’-এর স্বত্বাধিকারী কামাল উদ্দিন (৪৮), ম্যনেজার রিপন মিয়া (৩৬) ও কর্মচারী লিটন মিয়া (৩৫)। আহতদের মধ্যে কর্মচারী লিটনের অবস্থা আশঙ্কাজনক।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, শুক্রবার তাঁর প্রতিষ্ঠানে বাৎসরিক হালখাতা অনুষ্ঠিত হয়। রাতে দোকান বন্ধ করে হালখাতায় প্রাপ্ত টাকাসহ ম্যানেজার-ছোট ভাই রিপন ও কর্মচারী লিটনকে সঙ্গে নিয়ে রিকশায় করে শহরের ঝিলপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে গোবিন্দগঞ্জ থানা সংলগ্ন এলাকায় ছয়-সাতজনের একদল সশস্ত্র ছিনতাইকারী রিকশার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুটি ব্যাগে রাখা সব টাকা নিয়ে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।