নেত্রকোনায় হেরোইন উদ্ধার, আটক ৩
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তিন ব্যক্তিকে আটকের পর তাদের কাছ থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার জারিয়ার ফিশারি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সরকার শাহরিয়ার আলম নিজাম (৪২), নাজমুল হক (৩৬) এবং রফিকুল ইসলাম (৪০)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। আগামীকাল এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।