মুরাদনগরে এফবিসিসিআই সভাপতিকে সংবর্ধনা
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি সফিউল ইসলাম, পরিচালক প্রবীর কুমার সাহা ও আবুল আয়েছ খানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মুরাদনগরবাসী।
উপজেলার কামাল্লা হাইস্কুল মাঠে গতকাল শুক্রবার বিকেলে এফবিসিসিআই নেতাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন, সাবেক প্রতিমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।