মুক্তাগাছায় অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৬
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাছভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের উপজেলার নিমুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী এবং উপজেলার পাইকুড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জয়নাল আবদীন (৬৫), অটোরিকশাচালক মন্টু মিয়া (৪০), তাঁর মা নবীরন (৬০) এবং মন্টুর ভাই টেম্পোচালক সালাম (৩০) নিহত হন।
আহতাবস্থায় পাঁচজনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নেওয়ার পর মুদি দোকানি কাশেম (৬০) ও তুফান মিয়া (৭০) মারা যান।
এ ছাড়া মনোয়ারা বেগম, ইকবাল হোসেন ও লুৎফর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত মনোয়ারা বেগম এনটিভি অনলাইনকে জানান, মুক্তাগাছার নিমুরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।