শাদে পুলিশের ওপর বোমা হামলা, নিহত ২৩
মধ্য আফ্রিকার দেশ শাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী বোমাহামলা চালানো হয়েছে। আজ সোমবার চালানো এই হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বোকো হারামের সঙ্গে যুদ্ধে সামনের সারিতে থাকা দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সময় এই হামলা চালানো হয়।
শাদের রাজধানী ন’জামেনার পুলিশ সদর দপ্তর ও পুলিশ একাডেমির বাইরে চালানো এই হামলায় অন্তত ১০১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বেতার। বেতারে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ সময় চার হামলাকারী সন্ত্রাসীও নিহত হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি।
বার্তা সংস্থা এএফপি আরো জানিয়েছে, উত্তর মধ্য আফ্রিকার এই দেশটি বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। এই কড়া নিরাপত্তার মধ্যেই দেশটিতে এই হামলার ঘটনা ঘটল।
ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। হামলার পর থেকে বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্যকে শহরটির সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে। জোরদার করা হয়েছে গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা।