ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ফল
চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন ঠাকুরগাঁওয়ে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ২০টি আসনের মধ্যে ১৬টিতে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরে জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এসব আসনের বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৮টি আসনের ৩টি এবং বালিয়াডাঙ্গি একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলার ১ আসনে হুসনে আরা হক, ৩ আসনে রুবি আক্তার, ৪ আসনে রেহেনা বেগম, ৫ আসনে খুকি রানী, ৬ আসনে জবেদা বেগম বিজয়ী হন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন ২ আসনে শেফালী বেগম, ৭ আসনে অনিতা রায়, ৮ আসনে দ্রৌপদী দেবী আগরওয়ালা।
বালিয়াডাঙ্গি উপজেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১ আসনে হোসনেয়ারা বেগম এবং ২ আসনে মালেকা বেগম বিজয়ী হয়েছেন। ৩ আসনে বিজয়ী ছিলেন সফুরা বেগম।
পীরগঞ্জ উপজেলার চারটি আসনের বিজয়ীরা হলেন ১ আসনে সেলিনা পারভীন, ২ আসনে সাহেবা বেগম, ৩ আসনে বাচ্চু রানী, ৪ আসনে নুরজাহান বেগম।
রানীশংকৈল উপজেলায় ১ আসনে সেরিনা আকতার সেলিনা, ২ আসনে শামসুন নেহার, ৩ আসনে মনোয়ারা বেগম বিজয়ী হয়েছেন।
হরিপুর উপজেলায় ১ আসনে নাজমা পারভীন এবং ২ আসনে অমেলা খাতুন বিজয়ী হয়েছেন।