গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে অভিযান, অস্ত্র-গুলি উদ্ধারের দাবি
পিরোজপুরে গ্রেপ্তার করা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। সে সঙ্গে গ্রেপ্তার ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলেও দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্টু নামের এক ব্যক্তিকে তাঁর ভাণ্ডারিয়ার টিঅ্যান্ডটি সড়কের বাড়ি থেকে গ্রেপ্তার করে ভাণ্ডারিয়া থানার পুলিশ। এর পর দিবাগত রাতে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।
কামরুজ্জামান তালুকদার জানান, মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি পাইপগান, তিনটি গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়া, সদর, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে অস্ত্র ও ডাকাতির কমপক্ষে আটটি মামলা রয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায়ও মন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।