অবৈধভাবে প্রবেশের অভিযোগে শিশুসহ আটক ৪১
যশোরের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ৪১ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ভালো কাজের প্রলোভনে এসব মানুষ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কারখানায় কাজ করত। গাতিপাড়া সীমান্ত থেকে আজ বুধবার ভোরে বিজিবির সদস্যরা ২৭ জন পুরুষ, ১১ জন নারী ও তিনজন শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের বাড়ি বরিশাল ও ঝালকাঠি জেলায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে।
গত দুই দিনে একই সীমান্ত থেকে অবৈধ পারাপারের অভিযোগে ৮৪ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি।