ময়মনসিংহে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ২২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো ১১-০৮৪৭)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জমশেরপুর গ্রামের স্বপন মিয়া (২৫) ও বিল্লাল মিয়া (২৬)
অভিযানে অংশ নেওয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক আমদানি করে ময়মনসিংহসহ পাশের জেলায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর শম্ভুগঞ্জ রেল ক্রসিং এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সাথে থাকা আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।