বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
একই কক্ষে থাকায় দুই ছাত্রছাত্রীকে বহিষ্কার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ডরমেটরির একটি কক্ষে অবৈধভাবে অবস্থান করার অপরাধে দুই ছাত্রছাত্রীকে এক সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
গত রোববার বাকৃবির উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশনামায় বলা হয়, গত ১৭ জুন বুধবার রাত সোয়া ১১টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমেটরির ১২২ নম্বর কক্ষে বিনা অনুমতিতে অবৈধভাবে অবস্থান করার অপরাধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিনেন্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন ১৩ ধারা অনুযায়ী অপরাধের গুরুত্ব বিবেচনা করে এমএস ইন প্যারাসাইটোলজি ও এমএস ইন একোয়াকালচারের দুই ছাত্রছাত্রীকে এক সিমেস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ দুপুরে ইমেইলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।