ইফতার
আমারি ঢাকায় রমজান উৎসব
ঢাকার হোটেল সেক্টরে নতুন সংযোজন ‘আমারি ঢাকা’। আমাই ফুড গ্যালারি এই আমারি ঢাকার একটি রেস্তোরাঁ। রমজান মাসে তাদের রয়েছে বিশেষ আয়োজন। অবশ্য সেবা ও খাবারের মান আর সাশ্রয়ী মূল্যের কারণে প্রথম থেকেই তারা সবার মন জয় করেছে।
খাবারের আয়োজনের ক্ষেত্রে তাদের রয়েছে বৈচিত্র্যময় নানা পরিবেশনা। রোজা সামনে রেখে ইফতারে এনেছে ভিন্নতা। রমজানে ইফতারের পাশাপাশি রয়েছে ডিনারের আয়োজন। এ উপলক্ষে তাদের আমাইয়া ফুড গ্যালারি সাজানো হয়েছে অ্যারাবিয়ান ঐতিহ্যের আবহ দিয়ে। তবে ইফতারে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী বাঙালি মজাদার স্বাদের হরেক রকম ইফতার। এর পাশাপাশি আছে ভিনদেশি ইফতারের মহাসমারোহ। ইফতারের এই আয়োজনে পাবেন ইন্ডিয়ান, থাই, জাপানিজ ও চায়নিজ খাবার। তাই একবার হলেও চেখে দেখতে ঢুঁ মারতেই পারেন হোটেল আমারি ঢাকায়।
ইফতারের এই আয়োজন উপভোগ করতে পারবেন সম্পূর্ণ লাইভ। চার দেশের এসব খাবারের থাকছে বুফে আয়োজন। এ জন্য আপনাকে গুনতে হবে তিন হাজার ৫০০ টাকা। এখানে পাবেন টেকআওয়ে ইফতার। চাইলে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। টেকআওয়ে এই ইফতার বক্স পাবেন মাত্র এক হাজার ৪৯৯ টাকায়। আপনার ইফতারকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে একদিন ঘুরে আসতে পারেন গুলশান-২-এর ৪১ নম্বর রোডের এই রেস্তোরাঁ থেকে।