আওয়ামী লীগকে কেউ রুখতে পারবে না : প্রধানমন্ত্রী
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ তার দীর্ঘ সময়ের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দেশবাসীর আস্থা ও বিশ্বাস লাভ করেছে।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা ও মানুষের সেবা করার জন্য আওয়ামী লীগের জন্ম। বায়ান্নর ভাষা আন্দোলন, চৌষট্টির আন্দোলন, ছয় দফা, এর পরে একাত্তরের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। দেশকে স্বাধীন করেছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আদর্শের ওপর দাঁড়িয়ে যে দল গড়ে ওঠে, তাকে কেউ রুখতে পারে না। তাই বারবার এ দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা সত্ত্বেও আওয়ামী লীগ তার আদর্শ নিয়ে দেশ সেবা করে যাচ্ছে। জনগণ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের বড় বড় অর্জন এ দলের হাত দিয়েই হয়েছে। বহু প্রতিকূলতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের হয়ে কাজ করেছে। নানা সময় আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ কখনো বিভ্রান্ত হয়নি। তারা বরাবরই এ দলটির প্রতি আস্থা রেখেছে। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে; কেউ রুখতে পারবে না।’
শেখ হাসিনা বলেন, গ্রামেগঞ্জে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন, তাঁরা একটি আদর্শ নিয়ে কাজ করেন। তাঁরা দেশসেবার একটি আদর্শ নিয়ে, ব্রত নিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
‘এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নেই। আমরা এখন বিশ্বের কাছে প্রমাণ করেছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শুধু অর্থনীতিতে নয়, খেলাধুলায়ও আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব,’ যোগ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী দেশের সব নাগরিককে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।