ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের বাগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হজরত আলী (৩২) উপজেলার কাশিকাগাঁও শাহাপাড়ার ইব্রাহীম আলীর ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিক এনটিভি অনলাইনকে জানান, গড়েয়া থেকে ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশাটি ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। বাগেরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হজরতের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।