চান্দিনায় বেসরকারি হাসপাতাল সিলগালা
অনুমোদন না থাকায় কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে অবস্থিত নিউ জননী মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ সাজা দেন।
গতকালের অভিযানে আরো কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে কাগজপত্র দেখাতে না পারায় চান্দিনার পানিপাড়া গ্রামের পিএমবি এবং কাসারীখোলা গ্রামের জেএমবি নামে দুটি ইটভাটার মালিককে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ২১ জুন নিউ জননী মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারে এক নবজাতকের মৃত্যুর ঘটনা এবং ওই দুটি ইটভাটা নিয়ে বিভিন্ন পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশ হয়। এর জের ধরে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।