প্যারিসে ‘জঙ্গি হামলায়’ একজনের মাথা বিচ্ছিন্ন
ফ্রান্সে সন্দেহভাজন জঙ্গি হামলায় এক ব্যক্তি মাথা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের একটি গ্যাস কারখানায় ওই হামলার জন্য ইসলামিক জঙ্গিদের দায়ী করা হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইসলামী জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে (৩০) আটক করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় সকাল ১০টার দক্ষিণপূর্ব ফ্রান্সের গ্রেনেবল শহরের একটি কারখানায় এই হামলার ঘটনা ঘটে। একাধিক হামলাকারী গাড়ি করে সরাসরি এয়ার প্রডাক্টস নামের শিল্পপ্রতিষ্ঠানের প্রধান ফটকে হামলা চালায়। হামলার নিকটবর্তী স্থানে আইএস জঙ্গিদের পতাকা পাওয়া গেছে।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি তারের বেড়ার মধ্যে এক ব্যক্তির মাথা আলাদা অবস্থায় পাওয়া যায়।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী কারখানার বিভিন্ন স্থানে ছোট ছোট বিস্ফোরক স্থাপন করেছিল।
জানা গেছে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনা কেজনোভা ঘটনাস্থলে পৌঁছেছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস লিওঁর স্পর্শকাতর অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে অবস্থান নিতে বলেছেন।
প্যারিসে ইসলামিক জঙ্গিদের হামলার ১৭ জন নিহতের ছয় মাস পর এই হামলা ঘটনা ঘটল।