ময়মনসিংহে জিয়া পরিষদের ইফতার মাহফিল
ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের উদ্যোগে আজ শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার মাহফিলে সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব সাইফুল আবেদিন সেলিম। দোয়া মাহফিলে শরিক হয়ে বক্তব্য দেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মোশাররফ হোসাইন মিঞা, যুগ্ম মহাসচিব শিল্পপতি এম জহির আলী, অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল হক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক আকন্দ লিটনসহ জিয়া পরিষদের নেতারা।
বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ থেকে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তি নির্মূলের মাধ্যমে গণতন্ত্র, সংবিধান লঙ্ঘন করে অঘোষিত একদলীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করার হীন চক্রান্ত চলছে। জাতীয়তাবাদী শক্তিকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।