রাস্তা কেটে শায়েস্তা!
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের আসনউড়া গ্রামে আওয়ামী লীগের এক নেতার বাড়ির সামনের রাস্তা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই নেতাসহ ২৫টি পরিবার যাতায়াতে সমস্যায় পড়েছেন।
রাস্তা কাটায় ক্ষতিগ্রস্ত আসনউড়া গ্রামের বাসিন্দা আদম আলী, আবুল কাশেম, সেকান্দর মিয়া, মানিক মিয়া, রহমান মিয়াসহ অনেকে অভিযোগ করেন, শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁদের শায়েস্তা করতে সরকারি ওই রাস্তা কেটে দিয়েছে।
মৌগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহম্মদ অভিযোগ করেন, আসনউড়া গ্রামের প্রতাপশালী সাদেক মিয়া, রফিক মিয়া, সুমন, আল আমীনসহ কিছু ব্যক্তি এলাকায় নানা অপকর্ম করে আসছেন। এসবের প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে পূর্বশত্রুতা চলছিল।
‘আমার একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ২০ জুন গ্রাম্য সালিস ঢেকে একতরফাভাবে তাঁরা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই টাকা না দিলে আমাকে ও আমার লোকজনদের সামাজিকভাবে বর্জন করাসহ বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেটে ফেলার হুমকি দেন। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় পরদিন সকালে তাঁরা দলবল নিয়ে আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার অন্তত ৩০০ গজ কেটে ফেলেন।’ বলছিলেন আলী আহম্মদ।
আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ বলেন, রাস্তা কাটার বিষয়টি মৌগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল ইসলাম কমলকে জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করলেও কোনো পদক্ষেপ নেননি।
গত শুক্রবার আসনউড়া গ্রামে গিয়ে রাস্তা কাটার সঙ্গে অভিযোগ ওঠা ব্যক্তিদের পাওয়া যায়নি।
মৌগাতী ইউপিন চেয়ারম্যান মাহবুবুল ইসলাম কমল বলেন, ‘কিছুদিন আগে ওই রাস্তাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়েছে। পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে গ্রামের কয়েকজন ব্যক্তি সরকারি এই রাস্তাটি কেটে ফেলেছে। তারা রাস্তা মেরামত করে দেবে বলে জানিয়েছেন। কাল-পরশুর মধ্যে রাস্তা মেরামত করে না দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাব। ইউএনও এ ব্যাপারে যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব।’