চান্দিনায় 'পেট্রলবোমা ও ককটেল'সহ গ্রেপ্তার ১
কুমিল্লার চান্দিনায় ওয়াকিলুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মৎস্য খামার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওয়াকিলুর রহমানের কাছ থেকে ১০টি পেট্রলবোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শান্তিবাগ গ্রামের বাসিন্দা।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম জানান, শনিবার রাতে মৎস্য খামার এলাকা থেকে র্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মনিরুজ্জামান ওই যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছে থাকা ১০টি পেট্রলবোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আজ রোববার সকালে ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে চান্দিনা থানায় একটি মামলা করেন।