শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে বান্দরবানে মিছিল
শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দসহ কয়েকদফা দাবিতে বান্দরবানে মিছিল-সমাবেশ করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অন্য দাবিগুলো হচ্ছে রাঙামাটিতে চালু হওয়া মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত করা, পার্বত্য জেলা পরিষদের দুর্নীতি বন্ধ করা, স্থানীয় কলেজগুলো বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করা।
জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিত্যলাল চাকমা, জেলা সভাপতি উবাচিং মারমাসহ সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে পিসিপির কেন্দ্রীয় নেতা নিত্যলাল চাকমা বলেন, সরকার চুক্তি বাস্তবায়ন না করে আঞ্চলিক পরিষদের মতামত না নিয়ে একতরফাভাবে রাঙামাটিতে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তার কার্যক্রম চালু করেছে। তারা এই প্রতিষ্ঠানের সব কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান। পাশাপাশি তিন পার্বত্য জেলা পরিষদে দুর্নীতি বন্ধসহ শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দের জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।