কুষ্টিয়ায় তিন সেমাই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে কুষ্টিয়ার তিনটি কারখানাকে আজ সোমবার দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবের নেতৃত্বাধীন একটি দল শহরের বড় বাজার এলাকায় অভিযান চালায়। বড় বাজারে হাজি আশরাফ আলী, হাজি আবু জাফর মোল্লা ও মুনমুন ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির আলামত পায়। এ অভিযোগে কারখানার মালিকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ কারখানার মালিক হাজি আশরাফ আলীকে এক লাখ টাকা, হাজি আবু জাফর মোল্লাকে ৫০ হাজার ও আলিমুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ জানান, এই তিন প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।