ইফতার
ওয়েস্টিনে মহা আয়োজন
পাঁচতারা হোটেলগুলোর মধ্যে খাবারে ভিন্নতা প্রকাশে ওয়েস্টিন ঢাকা যেন একটুখানি এগিয়ে আছে। কারণ, তারা সময়ের ব্যবধানে ফুড নিয়ে নানা আয়োজন করে থাকে। কিছুদিন আগেই হোটেলটির রেস্টুরেন্ট স্লাশে হয়ে গেল ইন্ডিয়ান ফুড ফেস্টিভাল। তার আগেই হয়েছিল ব্রেড উৎসব। আর রমজানকে কেন্দ্র করে ইফতারের মহা আয়োজন তো থাকছেই।
এই রমজানে হোটেল ওয়েস্টিন প্রথমবারের মতো নিয়ে এসেছে ইফতার ও বুফে ডিনার করার সুযোগ। এই আয়োজন থাকছে তাদের স্লাশ রেস্টুরেন্টে। মজাদার স্বাদের ইফতারে থাকছে ফ্রেশ জুস, ব্লরেরি অ্যান্ড চিয়া সিড স্মুথি, মরিয়াম ডেটস, পেঁয়াজু, বেগুনি পাকোরা, রেশমি জিলাপি, বার্গার, ফুচকা ছাড়াও ইফতারে মিলবে অনেক খাবারের পসরা। আর ডিনারের আয়োজনে থাকছে একটু ভারী ধাঁচের খাবার। যার মধ্যে অন্যতম শিক কাবাব, কাশ্মীরি পোলাও, ঢাকাই নবাবি নেহারি, কাচ্চি মাটন বিরিয়ানিসহ থাকছে নিয়মিত নানা আয়োজন। আর খাবারের পূর্ণতা দিতে ডেজার্ট আইটেম তো রয়েছেই। ওয়েস্টিন ঢাকার এ আয়োজন রমজানের মাসজুড়ে প্রতিদিনই বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলছে।
আপনি যদি ওয়েস্টিন ঢাকার ইফতার ডিনার বুফের এই আয়োজনে বিশেষ সুবিধা পেতে চান, তবে আপনাকে হতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারী। কারণ, তারা পাচ্ছে ২০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের সিগনেচার ও প্লাটিনাম কার্ডধারীরা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ এক কার্ডেই দুজনে অংশ নিতে পারবেন ইফতারের এই মহা আয়োজনে।