থানছিতে দুই মাস ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আজ (১ জুলাই) থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসের জন্য বান্দরবনের থানছি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত বা ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ভারি বর্ষণজনিত কারণে বান্দরবানের সাংগু নদের উজানে পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে বিপজ্জনক হয়ে পড়ায় গতবারের মতো এবারেও ভারি বর্ষার মওসুমে এ এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির জরুরি সভায় উপজেলা প্রশাসন এ ঘোষণা দেন। আজ বুধবার বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সাঙ্গু নদের পানি অস্বাভাবিক থাকার কারণে যেকোনো দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।