ভিক্ষুদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়
কুমিল্লায় বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মতবিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে কুমিল্লা কোটবাড়ী বৌদ্ধবিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) আক্তারি মমতাজ।
এর আগে সংস্কৃতিমন্ত্রী কুমিল্লা কোটবাড়ী শালবন বৌদ্ধবিহার, ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস-চেয়ারম্যান আবদুল হাই বাবলুসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।